নোয়াখালী প্রতিনিধি:সাইফুল ইসলামঃ
নোয়াখালীর কবিরহাটে দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে কবিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় একলাবাসী বাজার ব্যবসায়ী। মানববন্ধনে উপস্থিত থাকা সকলের দাবী ধর্ষণকারীকে ফাঁসির দাবি ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।মানববন্ধনে উপস্থিত ছিলেনকবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন,পৌর ছাত্রদল আহ্বায়ক মোতালেব মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান মোহন,রায়হান,সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দরা।মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দরা।কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৮বছর খুন গুমের শিকার হয়েছে তবুও দমিয়ে রাখতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।তাই বর্তমানে ধর্ষকের বিচার অতি দ্রুত করতে হবে। অন্য দিকে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন আপনারা সকলে সতর্ক অবস্থানে থাকবেন সকল দিকে নজর রাখবেন যাতে করে আর কোন মা বোনের ইজ্জত নষ্ট হয়।যারা দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে ভালোবাসেন যারা দেশের মা বোনদেরকে ভালোবাসেন তাদের ঐক্য বদ্ধ হতে হবে। তিনি আরো বলেন অপরাধীকে কোন দলের বিবেচনা না করে অপরাধী হিসাবে বিবেচনা করে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক।তিনি সবাইকে প্রতিসূর্তি দিয়েছেন কবিরহাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যে কোনো অপরাধীর বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করবে।
Leave a Reply