আবু ইউসুফ সোহাগ – বিশেষ প্রতিনিধিঃ
ইসলামের জন্য সামাজিক ঐক্য..এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বৃহত্তর সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নে আজ ১০মার্চ ২৫ ইং সোমবার উত্তর কান্দাইল বালিয়াবাড়ি জামে মসজিদে সামাজিক এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মাওলানা জয়নাল আবেদীন কে প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্যের উপদেষ্টা প্যানেল গঠন করা হয়। তিনি বলেন “সমাজের সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যে, কোন কাজের কৃতিত্ব নিজের দিকে না নিয়ে আল্লাহর উপর সোপর্দ করার লক্ষ্যে আমাদের এই কমিটির আত্মপ্রকাশ। পরে নুরুসসুন্নাহ দারুল উলম কওমি মাদ্রাসার মোহতামিম মুফতী ওলীউল্লাহ সাহেব কে সভাপতি এবং মাওলানা জহিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করেন।
সভাপতি তার বক্তব্যে তিনি বলেন ” তাকওয়ার (আল্লাহর ভয় ও আখেরাতে জবাবদিহিতা) মাধ্যমে সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, খুন, গুম, ধর্ষণ, ঘোষ, ধোকা, দূর্নীতি, আত্মাসাৎ, অনাচার, ভ্রান্তি ও কুসংস্কার দূর করে ইসলামী অনুশাসন পালনে অভ্যন্ত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কাজ করবে ইসলামী ইনভাইটেশন কমিটির সদস্যরা। বাকিরা হলেন সহ সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ বিন ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক এবং কোষাধ্যক্ষ মাওলানা তাওহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জয়কা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি বর্গ।
Leave a Reply