মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর, বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় নেতা ডা. ফজলুর রহমান সাঈদ।
অন্যদিকে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এবং আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এস. এম. রাশেদুল আলম সবুজ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন তারা। জনগণের সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকায় তাদের জনপ্রিয়তা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে তারা সংসদে গিয়ে জনগণের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করতে চান বলে জানিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই প্রার্থী।
Leave a Reply