মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:
জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা কৃষক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মুনজুরে মওলা পলাশের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান বকুল, এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল।
বক্তব্য প্রদানকালে অতিথিরা কৃষক দলের গৌরবময় ইতিহাস, কৃষকের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা, এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জয়পুরহাট শহর বিএনপির পক্ষ থেকে কৃষক দলের সকল নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।
শেষে, কৃষক দলের সকল নেতাকর্মী দেশের কৃষিখাত উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন
Leave a Reply