মোঃ মারুফ হাসান (জামালপুর) বিশেষ প্রতিনিধিঃ
জামালপুর জেলায় বকশীগঞ্জ উপজেলায় আজমীরগঞ্জ খাজার দরবারে,১০৬ তম দরবার ঘোষনা দিবস ও হযরত শহীদ খাজা (রহঃ)এর ২৬ তম ওফাত বাষিকী পাক মোবারক নেওয়াজ ও ফাতেহা শরীক উদ্যাপিত হচ্ছে। , ৯ ও ১০ সেপ্টেম্বর রোজ -বৃহস্পতিবার ও শুক্র বার দুই দিনব্যাপী ১০৬তম (ওফাত)ওরশ শরীফ উদযাপিত হচ্ছে, রাসুল পাক (সাঃ) একমাত্র মনোনীত ও এশিয়া মহাদেশ প্রেরিত মহান হাদী যিনি এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলাম প্রচারক যিনি ভারতে প্রথম আযান দেনেওয়ালা, কালেমা,নামাজ,রোজা,হজ্জ্ব,যাকাত, টুপি, দাড়ি, মসজিদ, মারদাসা, কোরআন, হাদিস যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভারতবর্ষে পৌছিয়াছেন। মাদ্রাসা হইতে হক্কানী আলেমদের মাধ্যমে ইসলাম প্রচার। খানকা হইতে হক্কানী পীরদের মাধ্যমে ইসলাম প্রচারের অনুকুল ভূমি যিনি সৃস্টি করিয়াছেন। সেই মহামানব অলীকুল সম্রাট আওলাদে রাসুল আশরাফুল আউলিয়া শাহানশাহ্ হযরত খাজা গরীবে নেওয়াজ (রহঃ)এর রুহানী বেলায়েত প্রাপ্ত (জুব্বা ও পাগরী মোবারক)সাজারাভুক্ত মহান আউলিয়া প্রেমিকে আযম হযরত খাজার বশীর(রহঃ) এর পুত্র হযরত শহীদ খাজা ১০৬ তম পাক মোবারক ওরশ শরীফ পালন করা হয়।এই উপলক্ষে কুরবানির বাজনা ও দেশ বরন্য সুন্নি আলেম ওলামা ওয়াজ নসিয়ত করেন। আজমীরগঞ্জ খাজার দরবার শরীফের পিরজাদা অধ্যক্ষ ডাক্তার খাজা তৌহিদুল্লাহর আয়োজনে বর্নিল সাজে তৈরি করা হয়েছে পাক দরবার শরিফ। বহু দুরদুরান্ত থেকে হাজার ভক্তগণ দরবার শরিফে এসে অনুষ্ঠানে শামিল হন। এসময় বাজনার তালে তালে তাদের নির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24