নিহারেন্দু চক্রবর্তী,
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ও ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার ১১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জুম্মার নামাজ শেষে নাসিরনগর উপজেলা মসজিদ কমপ্লেক্স হতে শুরু হয়ে পশু হাসাপাতাল মোড়,টিএন্ডটি, গার্লস স্কুল রোড, ঈদগাহ, কলেজ মোড়,খেলার মাঠের কোনা হয়ে নাসিরনগর স্থানীয় শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।জামায়েত নেতা অধ্যাপক সিরাজুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জামায়েতের আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম,সাবেক আমির ছায়েদ আলি, জামায়েত নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ।
উপজেলা জামায়েতের আমির, অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন,আন্তর্জাতিক কোমল পানীয় কোকাকোলা, স্প্রাইট ইত্যাদি ইসরাইলি পণ্য এবং তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়। কোন মুসলমানের টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ।
তিনি আরো বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
সবশেষে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সকল শাখার নেতা কর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
Leave a Reply