মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাটির দেয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন একই গ্রামের মৃত মালির ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাবুল হোসেন নতুন ইটের বাড়ি নির্মাণের জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত দেয়াল ভেঙে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলার মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বাবুল হোসেনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply