রানীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভরনিয়া ভূতপাড়া/মধ্যপাড়া আশ্রয়ন প্রকল্পে কোটি টাকা অনিয়মের তীর মেম্বার কাবুল এবং তহসিলদার আতাউরের দিকে |
১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়-- ৭৬৪৯ দাগে স্বাধীনের আগে থেকেই বসবাস করেন আশরাফুলের পরিবার | বিগত সরকার অসহায় গরীব মানুষদের ঘরের ব্যবস্থা করেন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে |আশরাফুলকে বুঝিয়ে তার দাগের ভিতরে ২ টি ঘর নির্মান করেন এবং ঘর বাবদ ৪০ হাজার টাকা নেন মেম্বার কাবুলের এজেন্ট সাদেকুল | টাকা দেওয়ার পরও একটি ঘর রেজিষ্ট্রি হলেও দলিল পাননি এখনও | অন্য ঘরটিরও নাজেহাল অবস্থা নেই তালিকাতে নাম, মিটার আশরাফুলের নামে আসলেও লাগাতে ডেইনি মিটারের তার |
প্রতিবন্ধী খোরশেদার কাছেও ঘর বাবড ৩৫ হাজার টাকা নিয়ে দেওয়া হয়নি ঘর এবং দলিল|
আরেক ভুক্তভোগী ছবি আক্তার জানান--তারা ৪০ হাজার টাকা দিয়ে আশ্রয়ন প্রকল্পের ঘরটিতে ১৮ মাস যাবৎ বসবাস করছেন হঠাৎ সাজু নামের এক প্রভাবশালী,দলিল এবং পুলিশের ভয় দেখিয়ে তার ঘরটি দখল করে নেন |
অন্য ভুক্তভোগী নাজমা,বেলীর ক্ষেত্রেও একই দুর্দশার চিত্র |
আবার ৭৬৫৩ দাগে ঘর প্রতি ৫০ হাজার টাকা নিলেও এখনও দলিল এবং মিটার পাচ্ছেন না ভুক্তভোগী উমর আলী,ইসমাইল,মিঠু,কামরুজ্জামান তোতা,শরিফা বেগম,সহিমন বেওয়ারা |
অনিয়মের বিষয়ে স্থানীয় মেম্বার কাবুলকে কল করা হলে তিনি জানান-- আমি অনিয়মের সাথে জড়িত নয় | আমি এলাকার বাইরে আছি |
তহসিলদার আতাউর জানান-- আমি এখন আখাউরাতে আছি অনিয়মের সাথে আমি সম্পৃত্ত ছিলাম না |
উপজেলা নির্বাহী অফিসারকে কল করা হলে -- তিনি ফোন রিসিভ করেননি |
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24