মনা যশোর শার্শা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ারাভুক্ত ৭ জন ও নিয়মিত মামলার ৬ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন মহিলা আসামী রয়েছে। পৃথক আর এক অভিযানে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।
সোমবার (১০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের অহেদ আলী সরদারের ছেলে রহমত আলী (৩৩) একই গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে মোঃ রাজু (২৬), পোড়াবাড়ি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মেছের আলী (৫৫), রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় হাসান (২১), মানকিয়া গ্রামের মৃত মহর আলী মোড়লের ছেলে মোসলেম মোড়ল (৪৫) একই গ্রামের মোসলেম মোড়লের স্ত্রী আতুয়ারা বেগম (৪০), ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), খুলনার তেরখাদা থানার লস্করপুর গ্রামের খবির শরীফের ছেলে হাসমত শরীফ (৩৬), নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের মৃত আনেজ বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস (৩৯), আসলামের স্ত্রী শাহানাজ বেগম (৩৬), একই এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪), মনির হোসেন পাটোয়ারির মেয়ে রুমা বেগম (৩২) ও একই থানার মাধবপাশা গ্রামের ওসমান গনির ছেলে তোতা মোল্লা (৫৩)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া জানান, জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে পোর্ট থানার এসআই পবিত্র বিশ্বাস, এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কাজী জাহিদুল ইসলাম, এএসআই সাজেদুর রহমান, এএসআই আইয়ুব আলীসহ পুলিশের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিওিতে পৃথক এক অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সকালে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট স্থলবন্দর আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে টার্মিনালে অবস্থানরত বিআরটিসি বাস (ঢাকা মেট্রা-ব-১৫-৬০১৫) হতে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায় এবং অভিযানের একপর্যায়ে উক্ত বাসের বাংকারে তল্লাশী করে একটি নেভিবলু রংয়ের কাধে ঝুলানো স্কুল ব্যাগের মধ্যে খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো দুই প্যাকেটে মোট চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24