মঞ্জরুল ইসলাম লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
হাইকোর্টের রিট অনুসারে পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে অবৈধ ইটভাটাতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
১১ জানুয়ারি (শনিবার) বেলা ১২ টায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) মোঃ কফিল উদ্দিন মাহমুদ অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধি লঙগনের দায়ে দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বাইট্টাপাড়ায় এল,বি,এম, শাহজাহান কোম্পানিকে নগদ ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা ও কে,বি,এম, জাহাঙ্গীর কোম্পানিকে নগদ ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
পাশাপাশি ইটভাটার চিমটি ও কাঁচা ইট ভেঙ্গে দিয়ে ইটভাটা দুটি বন্ধ করে দেওয়া হয়। এসময় অভিযানে লংগদু ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন চৌধুরী, লংগদু থানার সেকেন্ড অফিসার এস আই আল-মামুন সহ পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কফিল উদ্দিন মাহমুদ বলেন, লংগদুতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply