শাওন আহাম্মেদ- শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর শ্রীবরদী উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০) এপ্রিল বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
পর্যায়ক্রমে শ্রীবরদী উপজেলা ২ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, টিএসসি ৩ কেজি,এমওপি ৩ কেজি করে বিতরণ করা হবে।
এসময়, উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা আইয়ুব আলী, মূখ্য পরিদর্শক (জামালপুর-শেরপুর) মোঃ নুর আলম, শ্রীবরদী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিকসহ শ্রীবরদী উপজেলার সকল ইউনিয়নের সুবিধাভোগী পাট চাষী কৃষকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply