পিসি দাসগুপ্ত, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৩ টি পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদের মধ্যে ১৩ টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহসভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ ব্যতিত বাকি ১৩ টিতে ভোট হবে।
বুধবার মনোনয়নপত্র যাচাই—বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর। ভোটহগ্রহণ হবে ২৬ ডিসেম্বর। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮ জন।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। নির্বাচনে ১৩ টি পদের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে সহসভাপতির অন্য দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, এরা হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন, মোহাম্মদ আবুল হোসেন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন, তিনি হলেন বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক—আইনজীবী খলিল রহমান। সহসাধারণ সম্পাদকের দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। এরা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এ আর জুয়েল ও মো. আমিনুল হক। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন, তিনি হলেন মাহবুবুল হাছান শাহীন। সদস্য পদের সাতটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। এরা হলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কাউসার আহমদ, অ্যাডভোকেট এনাম আহমদ, মো. উবায়দুর রহমান, মো. শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24