মোঃ শাহজাহান বাশার:
ঢাকা, ১২ মে:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আইন-শৃঙ্খলাবিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দেন, “প্রতি হাটে ১০০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।”
তিনি বলেন, “চাঁদাবাজি রোধ করতে বিশেষ নজরদারির পাশাপাশি আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ঈদ হাটগুলোতে সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্য ঠেকাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
এছাড়াও প্রতিটি হাটে থাকবে সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম এবং মাইক্রো পুলিশ ইউনিট। এ ধরনের সিদ্ধান্তকে কোরবানির পশু ব্যবসায়ীরা স্বাগত জানিয়েছেন। হাট ব্যবস্থাপনা সুষ্ঠু হলে জনগণ যেমন নিরাপদ বোধ করবে, তেমনি রাষ্ট্রের রাজস্ব আয়ও বাড়বে।
Leave a Reply