মো.তুহিন মোল্লা:
নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২মে)সকাল ১০টায় জেলা হাসপাতালের সামনে নড়াইল-রুপগঞ্জ সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এবং জেলা ড্রাগ সমিতি। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ভূক্তভোগী মানুষ অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিদ্যুৎ সান্ন্যাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি তরিকুল ইসলাম তরিক, মো. সোহেল রানা ও কামরুল বিশ্বাস।
বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডা. গফফার সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দরিদ্র ও অসহায় রোগীরা। তারা অভিযোগ করেন, হাসপাতালের খাবার সরবরাহে নিম্নমান বজায় রাখা হচ্ছে ঠিকাদারের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে।
তাঁরা আরও বলেন, সরকারিভাবে আল্ট্রাসনো মেশিন থাকা সত্ত্বেও সেটিকে অকার্যকর রেখে তত্ত্বাবধায়ক নিয়মিতভাবে এনজিও পরিচালিত আরএইচ স্টেপ-এ ব্যক্তিগত আর্থিক লাভের আশায় আল্ট্রাসনো করছেন এবং রোগীদের সেখানে পাঠিয়ে দেন। এমনকি কিছু ক্ষেত্রে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তত্ত্বাবধায়ক যোগদানের পর হাসপাতালের ওষুধ ও মালামাল চুরির অভিযোগও ওঠে বক্তাদের বক্তব্যে। বক্তারা জনস্বার্থে তাঁর দ্রুত অপসারণ ও কঠোর শাস্তির দাবি জানান।
তবে এ বিষয়ে ডা. আব্দুল গফফারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি কোনো দুর্নীতিতে জড়িত নই। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দালালদের হাসপাতাল থেকে দূরে রাখার পদক্ষেপ নেওয়ার পর থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন সাধারণ জনগণ।
Leave a Reply