সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় গাঢ়ুদহ নদীর মধ্য হতে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে।উদ্ধারকৃত লাশ সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের মামুনের ছেলে মারুফ(১৩) বলে জানা গেছে। স্থানীয়রা জানায়,সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে হালকা বৃষ্টির পর স্থানীয়রা নদীর মধ্যে মারুফের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করেন। মারুফের মা মারা যাবার পর হতে ছোট বেলা থেকেই গোজা নানার বাড়ি থেকে মাছের আড়তে কাজ করে। সলঙ্গা থানার ওসি হুমায়ন কবীর জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply