আবু নাসের মহিউদ্দীন,কুয়েত প্রতিনিধিঃ
১০ দফা দাবি বাস্তবায়ন ও মালদ্বীপ প্রবাসীদের চলমান সমস্যার সমাধানের জন্য জনাব মো: সোহেল পারভেজ মান্যবর হাইকমিশনার(ভারপ্রাপ্ত), বাংলাদেশ দূতাবাস, মালদ্বীপ বরাবর স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।
আজ ১২/১২/২০২৪ইং তারিখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ মালদ্বীপে নিযুক্ত জনাব মো: সোহেল পারভেজ মান্যবর হাইকমিশনার(ভারপ্রাপ্ত) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্বারক লিপি প্রদান করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দুলাল আল মাইজভান্ডারি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।
আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াস্কুরুনী সহ আরও অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা জনাব নুরুল হক নূর ও সভাপতি জনাব ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক জনাব এস এম সাফায়েত হোসেনের পক্ষ থেকে জনাব মো: সোহেল পারভেজ মান্যবর হাইকমিশনার(ভারপ্রাপ্ত) কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ মালদ্বীপের হাইকমিশনারের সাথে প্রবাসী ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ও প্রতিনিধিত্ব নিশ্চিতসহ ২ কোটি প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পাশাপাশি মালদ্বীপে বাংলাদেশী প্রবাসী কর্মীদের চলমান নিম্নোক্ত বিষয়গুলো যথাযথ সমাধানের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
১/ মালদ্বীপ থেকে অর্জিত রেমিট্যান্স মালদ্বীপের রুপিয়া বৈধপথে ব্যাংকিং চ্যানেলে সরাসরি বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা ও মালদ্বীপে বাংলাদেশী ব্যাংক চাই।
২/ পাসপোর্ট সংশোধন ও নবায়ন করতে ডলারের পরিবর্তে মালদ্বীপের রুপিয়া দেওয়ার সুযোগ চাই।
৩/ মালদ্বীপে বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তাঁদের নিজ নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সুযোগের দূতাবাস ও সরকারের সহযোগিতা চাই।
৪/ মালদ্বীপে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করার জন্য দূতাবাস ও সরকারের জোর প্রচেষ্টা চাই।
৫/ মালদ্বীপে কর্মরত অসংখ্য প্রবাসী কর্মীরা চুক্তিপত্র অনুযায়ী বেতন ও পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। এ বিষয়ে দূতাবাসের কার্যকর পদক্ষেপ চাই।
মান্যবর হাইকমিশনার সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসীদের যৌক্তিক দাবি সমূহ সমাধান করার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24