হাফিজুর রহমান:
সাতক্ষীরার কালিগঞ্জ থানার ১ গৃহবধূকে ধর্ষণ প্রচেষ্টা মামলার পলাতক আসামি আলোচিত গৌরপদ মন্ডলকে ঢাকার আমিন বাজার এলাকার একটা ইটভাটা থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । আজ রাত ৮/৯ টার মধ্যে থানায় পৌছাবে। গ্রেফতারকৃত ধর্ষক গৌরপদ মন্ডল (৪৫) কালিগঞ্জ থানার উভাকুড় গ্রামের ভবনাথ মন্ডলের পুত্র। লক্ষ্মীনাথপুর গ্রামের ভাটা শ্রমিক গোলাম রসুল ভাটার কাজে বাহিরে থাকার সুযোগে গত ১৮ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ১ টার দিকে ঘরে ঢুকে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা কালে বাধা দেওয়ায় তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে । এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসার আগে ভুক্তভোগী ২ সন্তানের জননী ঐ গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এ সময় ছুটে এসে গ্রামবাসী রক্তাক্ত আহত অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কালিগঞ্জ থানায় ১ টি ধর্ষণ প্রচেষ্টা ও হত্যা চেষ্টার, মামলা দায়ের করে। মামলার পর থেকে গৌরপদ মন্ডল পুলিশের গ্রেপ্তার এড়াতে ঢাকার আমিন বাজার এলাকায় একটি ইট ভাটায় কাজ নিয়ে আত্মগোপনে ছিল। এ বিষয়ে এলাকায় ঘটনার পর পরই সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করতে থাকে । বিষয়টি নিয়ে এলাকাবাসী ধর্ষক গৌরপদ মন্ডলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে এলাকায় শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। গতকালও গৌর পদমন্ডলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানা এলাকায় উৎসুক জনতা ভিড় জমাতে থাকে তার ফাঁসি ও বিচার দাবিতে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24