ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
জাতীয়করণকৃত বিভিন্ন কলেজের ১৩ জন প্রভাষকের চাকুরী নিয়মিতকরণের আদেশের তারিখ থেকে স্থায়ীকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ১২/১২/২০২৪ ইং তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মোছা: রেবেকা সুলতানা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৭ ও বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা ১৯৮০ এর বিধি-৮ অনুযায়ী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের আত্তীকৃত শিক্ষকগণকে “জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০০০” এর বিধি-৬ এর ৫ মোতাবেক স্থায়ীকরণ করা হয়। চাকুরী স্থায়ীকরণকৃত কর্মকর্তাগণ হলেন: (১) মোহাম্মদ খায়রুল হক, প্রভাষক, বাংলা, নেত্রকোনা সরকারি কলেজ; (২) খোন্দকার মুকুল আহমেদ, প্রভাষক, উদ্ভিদবিজ্ঞান, হাজী মুহাম্মদ মুহসীন ডিগ্রী কলেজ, খুলনা; (৩) মো: আবু সাঈদ আজাদ, প্রভাষক, উদ্ভিদবিজ্ঞান, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (৪) মো: মোস্তাফিজুর রহমান, প্রভাষক, রসায়ন, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (৫) মো: কবীর হোসেন, প্রভাষক, ইতিহাস, লোহাগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়, নড়াইল; (৬) মো: আলীম রেজা, প্রভাষক, ব্যবস্থাপনা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজ, যশোর; (৭) মোহা: মুজাহিসুজ্জামান, প্রভাষক, মার্কেটিং, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (৮) মোসা: রাবেয়া সুলতানা, প্রভাষক, গণিত, লোহাগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়, নড়াইল; (৯) ড. মো: নাজমুল আহসান, প্রভাষক, দর্শন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, (১০) মো: ইলিয়াচ গণি, প্রভাষক, দর্শন, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (১১) শ্যামল কুমার মজুমদার, প্রভাষক, পদার্থবিদ্যা, সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ, ঝিনাইদহ; (১২) মো: মনির হোসেন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, চরফ্যাসন সরকারি কলেজ, ভোলা; (১৩) মো: মহিউদ্দিন, প্রভাষক, সমাজবিজ্ঞান, চরফ্যাসন সরকারি কলেজ, ভোলা। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Leave a Reply