মোঃ রানা ইসলাম - ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে গত ১০ ই মার্চ চুরি হওয়া শিশুটিকে ঢাকার গাজীপুর থেকে উদ্ধার করেছে প্রশাসন।গতরাত ১২ টার সময় চুরির সাথে জড়িত মহিলাকেও গ্রেফতার করে বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শিশুটির পরিবার ও প্রশাসন।
এর আগে ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল থেকে আড়াই মাসের হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার শিমুল হোসেনের ছেলে।
শিশুটির অভিভাবক জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত ৯ মার্চ রোববার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মার্চ সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থাকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ঐ নারীর কাছে সায়ানকে রেখে তারা বাথরুমে যান এবং ফিরে এসে দেখেন, শিশুটি ও ঐ নারীকে নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐ নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন । হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ‘পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নেমেছে। ইতোমধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীর ছবি সংগ্রহ করা হয়েছে। এছাড়া হাসপাতালের আশেপাশের এলাকা এবং বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
গতকাল দুপুরে বাচ্চাটির উদ্ধারের প্রতিবাদে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় শিক্ষার্থীরা মানববন্ধন করলে ঠাকুরগাঁও জেলার ডিসি মহোদয় বাচ্চটিকে দ্রত উদ্ধারের আশ্বাস দেন এবং জনগণকে নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন হওয়ার কথাও বলেন তিনি।
জানা গেছে শিশুটি উদ্ধারের খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্য যাত্রা করেছে সাথে নিয়ে গেছে শিশুটির পরিবারের সদস্যদেরও।শিশুটি উদ্ধারের খবর শুনে তার পরিবার অনেক খুশি।তারা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং বলেন প্রশাসন তৎপর থাকার কারণে বাচ্চাটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24