মোঃ নজরুল ইসলাম খান:
ঐতিহ্যবাহী বিদ্যাপী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আবু জাফর মোহাম্মদ
আরিফ হোসেন বক্তব্যের মাধ্যমে পিঠা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই
বছর পিঠা অনুষ্ঠানের স্টলগুলো বিভাগ অনুযায়ী বিভক্ত না করে অনুষদ হিসেবে
ভাগ করা হয়েছে।কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সমাজবিজ্ঞান, ডিগ্রী, একাদশ মানবিক, একাদশ বিজ্ঞান, একাদশ ব্যবসায় ও দ্বাদশ শ্রেণির স্টল হিসেবে ভাগ করা হয়েছে। উদ্বোধনের পর মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রত্যেকটি স্টল পর্যবেক্ষণ করেন। উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন
জনাব তাসমিয়া সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর
মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক, শিক্ষক পরিষদ,
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাদের আলম শাহ,
বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ ও আহবায়ক পিঠা উৎসব উদযাপন কমিটি, আরো
উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান প্রমুখ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও
গণমাধ্যম কর্মী। বক্তব্যে বক্তারা বলেন তরুণরাই পারে দেশকে বদলাইয়ে দিতে যেটা
তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা
গ্রাম বাংলার ঐতিহ্য গুলো স্মরণ করতে পারছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিভিন্ন
ধরনের পিঠা দেখা গিয়েছিল পিঠা উৎসবে। শিক্ষার্থীরা মনে করেন এই ধরনের
উৎসবের মাধ্যমে তারা তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো অনুধাবন করতে পেরে
খু্বই খুশি ও আনন্দিত।
Leave a Reply