মাহমুদ রেজা
শিশুদের কাছে তিনি ছিলেন বইদাদু।
আর সারাদেশের মানুষ তাঁকে চেনত পলান সরকার নামে।
বয়সের কাছে হার না মানা মানুষটি নিজের টাকায় বই কিনে হেঁটে হেঁটে পৌঁছে দিতেন মানুষের বাড়ি।
পড়া শেষ হলে সেই বই সংগ্রহ করে আবার নতুন বই দিয়ে আসতেন। এভাবেই রাজশাহীর প্রায় ২০টি গ্রামে তিনি গড়ে তোলেন বই পড়ার এক অন্যরকম আন্দোলন।
পলান সরকার রাজশাহী জেলার বাঘা উপজেলার গ্রামে গ্রামে ঘরের বধু-মা-বোনদের কাছে বই নিয়ে যেতেন এবং তাদের পড়তে দিতেন ।
পড়াশেষে বই ফেরত এনে আরেকটি বই দিয়ে আসতেন। আর এই সবটুকু কাজই তিনি করতেন পায়ে হেটে হেটে। প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে তিনি মানুষকে উদ্ভুদ্ধ করতেন বই পড়ার প্রতি।
৯০ বছর বয়সে ও প্রতিদিন ১০-১২ কিলোমিটার পায়ে হেটে গ্রামে গ্রামে গিয়ে মানুষের হাতে বই ধরিয়ে দিতেন। এই কাজের জন্য কোনো বেতন ভাতা পেতেন না।
বইপড়া আন্দোলনের মাধ্যমে তিনি মানুষকে অন্ধকার জগৎ থেকে মুক্তি দিতে চেয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আলোর কথা ভেবেছেন!
২০১১ সালে তিনি সামাজিকভাবে অবদান রাখার জন্য একুশে পদক পান।
বাংলাদেশে তার মতো হাজার হাজার পলান সরকার তৈরি হোক ।
বইয়ের গল্প ছড়িয়ে পরুক পলান সরকারের মতো সাদা মানুষদের হাত ধরে।
আলোর এই ফেরিওয়ালা ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন।
আজ তার জন্মদিন
শুভ জন্মদিন আলোর ফেরিওয়ালা পলান সরকার।
Leave a Reply