রাম কৃষ্ণ সাহা রামা,টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদে আজ (১২ জানুয়ারি) রবিবার বেলা ১১ টায় ভাতাপ্রাপ্ত শারীরিক, বাক ও দৃষ্টি প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সহবতপুর ইউনিয়নবাসীর শেষ আশ্রয়স্থল, দুই দুইবার বিপুলসংখ্যক ভোটে নির্বাচিত জনতার চেয়ারম্যান মোঃ তোফায়েল মোল্লা।
চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। অন্যদের মতো তারাও জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আর তাই তারাও সমানভাবেই সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। তিনি যেকোন সরকারি বরাদ্ধে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে কাউন্সিলরদের পরামর্শ দিয়ে বলেন, প্রতিবন্ধীদের সহযোগিতার নামে হয়রানি কোনভাবেই মেনে নেয়া হবে না।
এসময় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সহবতপুর ইউনিয়নপরিষদের নির্বাচিত সকল ইউপি সদস্যবৃন্দরা।
Leave a Reply