অনলাইন ডেস্ক
আগামী ১২ এপ্রিল, ২০২৫ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।
মার্কিন অস্ত্রে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর নির্মম গণহত্যা চালানো এবং ফিলিস্তিনিদের ভূমি দখল করে ১৯৪৮ সালে দখলদার ইসরাইলের সৃষ্টির তীব্র নিন্দা জানায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।
সংহতি পত্রে উল্লেখ করা হয়, গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যা যা একজন মানুষ হিসেবে কখনোই মেনে নেওয়ার মতো নয়।
এই নির্মম গণহত্যার বিচার এবং জাতিসংঘ কর্তৃক দখলদার ইসরাইলের স্বীকৃতি বাতিল করা জরুরী হয়ে পড়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ আয়োজিত কর্মসূচি এই দাবিকে আরো ত্বরান্বিত করবে বলে আমরা আশা করি।
‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকারকে পূর্ণ সমর্থন জানায়।
Leave a Reply