ডেক্স রিপোর্ট :
মাহমুদউল্লাহর ৯৮ রানে ২৪৪ করল বাংলাদেশ
আরও একবার টপ অর্ডারের বিপর্যয়। বাংলাদেশকে পথ হারাতে দিলেন না মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে গেলেন। শেষ পর্যন্ত ৯৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হয়ে গেলেন, একটুর জন্য পাওয়া হয়নি সেঞ্চুরি। ২৪৪ রান করেছে বাংলাদেশ ।
সৌম্য সরকার ও তানজিদ তামিমের ব্যাটে আরও একবার ভালো শুরু পায় বাংলাদেশ। ক সৌম্য সরকার ফিরে যান ২৩ বলে ২৪ রান করে আজমউল্লাহর বলে। খানিক পর মোহাম্মদ নবীর বল করতে এসেই তুলে নেন তানজিদ তামিমকে, ১৯ রান করে ক্যাচ আউট হন। জাকির হাসান মাত্র ৩ রান করে ভুল বোঝাবুঝির পর ফিরে যান রান আউট হয়ে। রশিদ খানের গুগলি বুঝতে ব্যর্থ হয়ে বাজে এক শতে তাওহীদ হৃদয় যখন স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন, ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তোলার কাজটা শুরু করলেন মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ স্বছন্দ থাকলেও এই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মিরাজ ঠিক হাত খুলে খেলতে পারছিলেন না, ফিফটি করতে লাগিয়ে ফেললেন ১০৫ বল। তবে মাহমুদল্লাহ ছিলেন দারুণ। ফিফটির পর আরও হাত খুলে খেলতে শুরু করেন। নবীকে ছয় মারার পর মেরেছেন আরও একটি ছয়। সেঞ্চুরির জন্য শেষ বলে চার দরকার ছিল, কিন্তু মাহমুদউল্লাহ করতে পারেন মাত্র ১ রান। ৯৮ রানে রান আউট হয়েই শেষ হয় তার ইনিংস।
ফারিছ আহমদ, হোসেনপুর।
Leave a Reply