সজীব আহমেদ , বিশেষ প্রতিনিধিঃ
“মানবতার কল্যানে, এগিয়ে আসুন রক্তদানে” এই স্লোগান কে সামনে রেখে, রক্তদানের মত মহৎ একটি কাজ শুরু থেকেই করে আসছে রক্তদানে আমাদের করিমগঞ্জ। তারই ধারাবাহিকতায় সেচ্ছাসেবীদের উৎসাহিত করতে বার্ষিক বনভোজনের আয়োজন করেছে তারা।
পরিচালক জনাব আশিকুর রহমান আশিক বলেন” এটি একটি অরাজনৈতিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন উক্ত সংগঠনের রেজিস্ট্রেশনকৃত সকল সেচ্ছাসেবীদের নিয়েই হবে আমাদের আয়োজন।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের নাগরদাস গোঁসাইর অন্যতম প্রাচীন ঐতিহাসিক খয়রতহাটি আখরায় হবে এবারের রক্তদানে আমাদের করিমগঞ্জ এর বার্ষিক বনভোজন। উল্লেখ্য ২০২৩ সালের ১৫ ডিসেম্বর ঐতিহাসিক বারো ভুঁইয়ার এক ভুঁইয়া ইশা খার সৃতি বিজরিত বাড়িতে বনভোজনের আয়োজন করেছিলো।
Leave a Reply