সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
সন্দ্বীপে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী বুধবার (১১মার্চ ) সকাল ১০টায় ০৪ নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে সন্তোষপুর পরিষদের প্রশাসক রিগ্যান চাকমার সভাপতিত্বে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইলিয়াছ হায়দার, সেক্রেটারি রহমত উল্ল্যাহ সৈকত, ইউপি সদস্য আশ্রাফ, সাবেক ইউপি সদস্য ইসলাম, ছোট্টন, আলাউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, এছাড়া ও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সদস্য নজরুল ইসলাম, শ্রমিক দল নেতা সফিকুল, বিএনপি নেতা বেলাল কোম্পানি, সুজন, জামশেদ উদ্দিন, আকবর ফখরুল ইসলাম, কাউছার, শাহাজামাল সহ শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, সমাজ কর্মী, স্থাস্থ্য কর্মীসহ সকল শ্রেণী ও পেশার সম্মানীত ব্যক্তিবর্গ।
সভায় আদালতকে সক্রিয় করে গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। সভায় অংশগ্রহণকারীগন তাদের মতামত ও পরামর্শ্ব প্রদান করেন।অনুষ্ঠানের এক পর্যায়ে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গণসচেতনামূলক গ্রামীণ আদালতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিতকরণসহ গ্রামের সাধারণ মানুষকে কিভাবে গ্রাম আদালতমূখী করা যায় এবং গ্রামে বিচার প্রক্রিয়ার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেণ।
Leave a Reply