মামুন রাফী, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে সরকারী সংরক্ষিত বাগানে অনধিকার প্রবেশ করে সরকারি বাগানে গাছে রিং দেয়া,গাছ কেটে চাষাবাদের উদ্দেশ্যে জমি জবর দখলের চেষ্টা করার করায় দুইজনকে গ্রেপ্তার করেন জাহাজমারা বিট কর্মকর্তা।
আটক ব্যাক্তিরা হলেন জাহাজমারার ২ নং ওয়ার্ডের মৃত বছু মাঝির ছেলে শাহারাজ (৫০) এবং একই ওয়ার্ডের মদিন সর্দারের ছেলে আলতাফ হোসেন (৪০)।
জানা যায় গত ১১ জানুয়ারী ২০২৫ তারিখ রাত ৮.৩০ টার সময় জাহাজমারা সদর বিটের চর ইউনুছ এর হাজীর গোপটের পশ্চিমে সরকারি সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে কুড়াল দিয়ে কেওড়া গাছে রিং দিচ্ছে এবং দা দিয়ে গেওয়া চারা গাছ কেটে জমি পরিষ্কার করে এ সময় বন বিভাগের বিট কর্মকর্তারা সাহারাজ (৫০) এবং মোঃ আলতাফ হোসেন (৪০) গ্রেফতার করে। অন্যরা আসামীরা জঙ্গলের বিভিন্ন দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাটা ৮০০ টি গেওয়া চারা গাছ, রিং করা কেওড়া গাছের কিছু বাকল, ০১ টি কুড়াল এবং ০১ টি দা জব্দ করেন।
এই বিষয়ে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান বলেন, জাহাজমারা এলাকার এক দুই ও তিন নং ওয়ার্ডের ম্যানগ্রোভ বন এলাকা বিগত সরকারের আমল থেকে এখনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের সহযোগিতায় বন উজার এবং বনভূমি জবর দখলের অপচেষ্টা করছে। বিগত সময় হইতে শতাধিক বন মামলা হলেও তারা কোন প্রকার ভয় না পেয়ে তাদের অবৈধ কর্মকান্ড অব্যাহত। সরকারি বন রক্ষার্থে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।
তিনি আরো বলেন, জাহাজমারার স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা না থাকলে বন বিভাগের একার পক্ষে বন রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। সুতরাং সরকারি বন রক্ষার্থে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তি বর্গের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24