ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ডাংরী পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া বাজারে অভিযুক্ত প্রধান শিক্ষককে চাকুরী থেকে অপসারণ ও শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হিমেল,এলাকাবাসী ফখরুল ইসলাম শরীফ, ফজলুর রহমান,পল্টু মিয়া,নুরে আলম,হারুন মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন খারাপ লোকের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোব্ধ জনতা ওই শিক্ষকরর অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
পরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তি মোঃ হিরা মিয়া। বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বিধি বহির্ভূতভাবে সরকারি চাকরি করেও আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও তিনি উপবৃত্তির টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের গাছ বিক্রি,স্থানীয় ইউনিয়নের সরঞ্জাম আত্মসাৎ এবং ইজিপিপি কর্মসূচি লেবারের টাকা নিজের বিভিন্ন ফোনে সিম দিয়ে আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে ডাংরী গ্রামের মৃত হাসেন আলীর পুত্র মফিজ উদ্দিন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলেন নিকট প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, অভিযুক্ত শিক্ষক এর বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।
ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24