কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:-
নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১৩ মে ২০২৫) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (SBCC)” কার্যক্রমের আওতায় এক সচেতনতামূলক প্রশিক্ষণ। মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নলছিটি-এর সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম দোলন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আল-আমিন, পারুল বেগম, পরিবার কল্যাণ সহকারী নুসরাত জাহান এবং রুবিনা বেগম। তারা নারী ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ও সামাজিক আচরণ পরিবর্তন সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা বিষয়গুলোর প্রতি আগ্রহ দেখিয়ে নানা প্রশ্ন করেন এবং নিজেদের অভিজ্ঞতাও ভাগ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply