কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে ও আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । বুধবার দিনব্যাপী এ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ৷ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের সভাপতিত্বে সভা পরিচালনা ও সঞ্চালন করেন কাঠালিয়া উপজেলার গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস. এম.ওমর ফারুক।
প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় এবং পরে সভার সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর পর প্রকল্পের পরিচিতি ও আইনি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে , দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধী নিষ্পত্তিতে সুযোগ পায়। পরবর্তীতে গ্রাম আদালত বিষয়ক একটি নাটিকা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভিডিও আকারে প্রদর্শন করা হয়।
সভায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্যবৃন্দ-১২ জন সহ, ০৯ টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত, ইমাম গ্রামপুলিশসহ মোট ৪৫ জন এই সভায় অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24