শাহাদাত কামাল শাকিল :
ঢাকা: তিন দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো ২০২৫’-এ অংশগ্রহণ করেছে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ। বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ৮০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যেখানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে রয়েছে ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ।
ফার্মাসিউটিক্যাল শিল্পের অত্যাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শনের জন্য আয়োজিত এ মেলায় ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশ বিশেষভাবে নজর কেড়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে কাজ করে আসছে এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির স্টলে ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণের আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে RADWAG ইলেকট্রনিক ব্যালেন্স, ময়েশ্চার অ্যানালাইজার ও ওজন পরিমাপক যন্ত্রপাতি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে। ফার্মাসিউটিক্যাল শিল্পের সঙ্গে যুক্ত কোম্পানি, বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীরা তাদের স্টলে এসে অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে জানতে পারছেন।
ম্যাট্রিক্স ট্রেড বাংলাদেশের একজন কর্মকর্তা জানান, “বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এই খাতে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। আমাদের লক্ষ্য হলো, আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদনে সহযোগিতা করা এবং অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য করা।”
তিন দিনব্যাপী চলমান এই এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শেষ হবে।
Leave a Reply