রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ফ্রি পণ্য দেওয়ার নামে স্থানীয় দুস্থ ও অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে রোজিনা খাতুন (৪২) নামে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক রোজিনা খাতুন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকেওই নারী প্রতারক
রোজিনা খাতুনকে কুড়িগ্রাম আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে রোজিনা খাতুনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান , গ্লোবাল হিউম্যান রাইটস’ নামে এক এনজিও’র পরিচয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের দুস্থ ও অসহায় নারী-পুরুষদের ফ্রি পণ্য দেওয়ার কথা বলে সদস্য ভর্তির নামে প্রতারণা করে ৩শ করে টাকা আদায় করেন রোজিনা খাতুন। এ সময় কয়েক জন সদস্য ভর্তির টাকা তোলার বিষয়ে জানার চেষ্টা করলে রোজিনা খাতুন তাদের ওপর উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে এনজিও’র পরিচয়পত্র এবং সদস্য ভর্তির ফি গ্রহণের বিষয়ে কাগজপত্র দেখাতে না পারায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে রোজিনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আলিম খান জানান, এক নারী প্রতারককে স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাকে আটক করেছে। পরে ভুক্তভোগীদের পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে রোজিনা খাতুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের
করেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24