মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে এক লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আল আমিন।
কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা বিষয়ক কর্মকর্তা চৈতি রায়, প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম ও জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা প্রমুখ।
৬ থেকে ১১ মাস বয়সী ১২,০৭৫ জন শিশুকে এক লাখ ইউনিটের নীল রঙের ক্যাপসুল ১২ থেকে ৫৯ মাস বয়সী ১,২৪,১৪০ জন শিশুকে দুই লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কর্মসূচির আওতায় জেলার ৮২৫টি কেন্দ্রের মাধ্যমে মোট ১,৩৬,২১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি রোধ, রাতকানা রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24