মনা যশোর প্রতিনিধিঃ
১১/০৩/২০২৫খ্রিঃ বাদী মোঃ সোহেল রানা (৩৩), পিতা-মৃত মালেক ব্যাপারী, সাং-অর্জুনমাঝি, থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশাল, বর্তমান সাং-সুজলপুর, ০৯নং আরবপুর ইউনিয়ন, থানা-কোতায়ালী, জেলা-যশোর অভিযোগ দায়ের করেন তিনি চাঁদ এগ্রো লিমিটেড যশোর অফিসের ম্যানেজার পদে কর্মরত আছেন। তিনি গত ইং ২৬/০২/২০২৫ খ্রি: রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় অফিস শেষ করে বাসায় চলে যান। পরবর্তীতে তিনি ইং ২৭/০২/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় অফিসে এসে দেখতে পান তার অফিসের লকার খোলা এবং লকারে থাকা নগদ ৫,৭০,০০০/- টাকা নেই।
উক্ত বিষয়ে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে বাদী কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং একই সময়ে আসামি উত্তম দাসের স্ত্রী কোতয়ালী মডেল থানায় তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে অত্র থানায় নিখোঁজ সংক্রান্তে একটি সাধারন ডায়েরি করেন। যার নং- ৮২৫ তাং ১১/০৩/২৫ খ্রিঃ পরবর্তীতে জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/ মোঃ আব্দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ১২/০৩/২০২৫ খ্রিঃ রাত ০১.১৫ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া স্টেশনে ভাই ভাই উজ্জ্বল আবাসিক হোটেলের সামনে থেকে আসামি উত্তম দাস কে গ্রেফতার পূর্বক হেফাজতে নেয়। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে এবং তার হেফাজত হতে নগদ ৭৯,৭৩০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এছাড়াও ধৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক তার অপর সহযোগী আসামি সাধন বিশ্বাস(৩৬) কে যশোর কোতোয়ালী মডেল থানাধীন বেজপাড়া এলাকা হতে অদ্য ১২/০৩/২০২৫খ্রিঃ ভোররাত ০৪.৩০ ঘটিকায় গ্রেফতার পূর্বক হেফাজতে নেয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা উভয়ে পরস্পর যোগসাযোশে ঘটনার দিন উক্তস্থান থেকে টাকা চুরির কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা -
১। উত্তম দাস(৩২), পিতা-রমেস দাস, স্ত্রী-পিংকি দাস, শ্বশুর-কমলদাস, স্থায়ী সাং-পোস্তাগোলা, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, এপি/শ্বশুর-কমল দাস, সাং-পুরাতন কসবা বিমানবন্দর সড়ক, গোরাপাড়া(মেথরপাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর,
২। সাধন বিশ্বাস(৩৬), পিতা-নিত্য গোপাল বিশ্বাস, মাতা-সন্ধ্যা রানী বিশ্বাস, সাং-কুড়িপাড়া, তালশার বাজার, থানা-কোর্টচাদপুর, জেলা-ঝিনাইদহ, এপি/সাং-বেজপাড়া নলডাঙ্গা রোডের দক্ষিন অংশ(তুর্য আহম্মেদের বাড়ির ভাড়াটিয়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামত -
১। নগদ ৭৯,৭৩০/- টাকা,
২। একটি বাটন মোবাইল।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24