জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে প্রতিমা বিসর্জন উপলক্ষে টেকনাফ সমুদ্র সৈকত পয়েন্ট হাজারো মানুষের ঢল নেমেছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সনাতন
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
আয়োজকরা জানান, শুধুমাত্র টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে নয় এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪টি মন্দিরের ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এছাড়া একই সময় উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের তিন’টি প্রতিমা নাফ নদীতে বিসর্জন ও বাহারছড়া শামলাপুরের একটিসহ মোট ৪টি স্থানে পৃথক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পুরোহিত শুভ ভট্টাচার্য বলেন, এবার মা দুর্গা এসেছেন দোলনায় চড়ে এসেছেন। যাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে।
টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রুপণ ধর জানান, এ বছর টেকনাফ উপজেলায় ৬টি মণ্ডপে পূজা উদযাপন হয়েছে। টেকনাফ পৌরসভায় ১টি, সদরের ডেইল পাড়া ১টি, হ্নীলায় ২টি, বাহারছড়া ও হোয়াইক্যং ১টি করে মোট ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বিসর্জন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। টেকনাফ সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও এখানে পর্যটকসহ হাজারো মানুষের সমাগম হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24