ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ রানা ইসলাম
আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-২ এর অন্তর্ভুক্ত হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠেছে। আমি গতকাল থেকেই পুলিশ প্রশাসনের সাথে নিয়মিত কথা বলে যাচ্ছি। কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে কথা বলে সেখানে বিজিবি মোতায়েনের কথা বলেছি। ইতোমধ্যে বিজিবির টিম সেখানে যাচ্ছে।
এমনি সেনাবাহিনীও প্রয়োজনে মোতায়েন করার বিষয়ে জোর দিয়েছি। জেলা প্রশাসক আমাকে আস্বস্ত করেছেন যে রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, অন্যথায় সেনাবাহিনীও মোতায়েন করা হবে।
প্রিজ আমার এই শান্ত জনপদকে অশান্ত বানাবেন না। আমার এলাকার মানুষ শান্তিপ্রিয়, তাদেরকে শান্তিতে থাকতে দিন। পিছন থেকে কলকাঠি নেড়ে পরিস্থিতি উষ্কে দিবেননা।
তবে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে। প্রশাসনকে স্পষ্ট করে বলে দিয়েছি যে বা যারাই অপরাধী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন, বিচারের মুখোমুখি করুন।
ফারুক হাসান
মুখপাত্র
গণঅধিকার পরিষদ
ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী
Leave a Reply