ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার দেউরি গ্রামে শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ইসরাত জাহান মিলি। ওউপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা খাদিজা, বীজ প্রত্যায়ন অফিসার রেহানা পারভিন ও উপসহকারী কৃষি অফিসার আতিয়া সুলতানা কেয়া।
মাঠ দিবসের আলোচনা সভায় তেলজাতীয় ফসলের চাষ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয় এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
আলোচনা সভা শেষে বিতরণকৃত তেল নিষ্কাশন যন্ত্রের কার্যকারিতা প্রদর্শন করা হয়।
Leave a Reply