মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ মোতালেব হোসেন সরকার সঙ্গীয় ফোর্সসহ ১২ মার্চ ২০২৫ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাঁচবিবি থানার মামলা নং-১, তারিখ ০১/১০/২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাব্বির হোসেন (পিতা-মোঃ বেলাল হোসেন, গ্রাম-ভুইডোবা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট) কে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হওয়া সাব্বির হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম। পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24