মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
প্রথমবারের মতো বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ওয়াগন ট্রেনে ভারতের পাঞ্জাব থেকে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে একটি আমদানি কারক প্রতিষ্ঠান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীনা খাতুন।
এই আলুর চালানটি আমদানি করেছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। রপ্তানিকারক ভারতের আতিপ এক্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান।
আলুর চালানটি খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে আলম অ্যান্ড সন্স নামে সিঅ্যান্ডএফ এজেন্ট। এছাড়া পণ্য চালানটির আমদানি মূল্য ১ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।
বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার পারভীনা খাতুন জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করেছে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এ আলুর চালানটি কাস্টমস থেকে খালাস নিলে ট্রেনটি বেনাপোল থেকে নওয়াপাড়ায় নেওয়া হবে।
পরে সেখান থেকে এ আলুর চালানটি খালি হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল বলেন, ভারত থেকে মালবাহী একটি ওয়াগন ট্রেনের ২১টি বগিতে ৯ হাজার ৪৬০ ব্যাগে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর চালানটি খালাস নিতে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে। পরে খালাস নিয়ে এ ট্রেনটি নওয়াপাড়া নেওয়া হবে। এবং সেখান থেকে খালি করে দেশের বিভিন্ন বাজারে পাঠানো হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24