লেখক
রশিদা চৌধুরী ঋতু..
বিরহের অশ্রু গুলো,
ব্যথার নীল বৃষ্টি হয়ে,
টুপটাপ ঝরে পড়ছে
চোয়াল বেয়ে-
একাকী খুব নীরবে,
প্রেরণার বাতি ঘরে,
অদৃশ্য আলো হয়ে,
আমার স্বপনের ভূবনে-
ছায়ার মতো কি রবে!
আমিতো দেখি তোমায়
সবুজের শিশির ফোঁটায়
মুক্ত বিহঙ্গের মতো
চঞ্চন বুনো-
পাখীদের ডানায় উড়তে,
এখনো দেখি তোমায়
কলমের অস্ত্র হাতে-
হিংসুকের মূল আস্তানায়
সেই তীর নিশানা ছুড়তে।
দুঃখিদের দুঃখ পাড়ায়
কষ্টের নীল মোহনাতে
সুখের সেই নদীর মতো
দুঃখ তীরে -
দাঁড়িয়েছো কূল হয়ে,
পরম ভালবাসাতে
হৃদয়ের মনিকোঠায়
আমাদের আঙ্গিনাতে
থাকবে তুমি ফুল হয়ে।
তুমি আছো সবসময়
বিশাল পৃথিবীর কোলে
অনন্ত প্রবাহিত
ঝর্নার মতো-
সুশোভিত বন জুড়ে,
অমলিন স্মৃতি হয়ে
আমার মনের কুরসীতে
প্রিয় নানা ভাই হয়েই-
থাকবে তুমি মন জুড়ে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24