বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ১৫ মার্চ (শনিবার) দিনব্যাপী উপজেলার ২৪১টি কেন্দ্রে একযোগে ৩২ হাজার ৩২৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আকতার হিমু, কনসালট্যান্ট ডা. রাজশ্রী চৌধুরী, আরএমও ডা. সুফিয়ান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. তোফায়েল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার, শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ বড়ুয়া এবং জেলা এসএমও ডা. মো. আবুল কালাম।
সভায় উপস্থিত অতিথিরা ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুর সুস্থ বিকাশে সহায়তা করে। ক্যাম্পেইন চলাকালীন ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভাপতির বক্তব্যে ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, “সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নিশ্চিত করব, যেন কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বঞ্চিত না হয়। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সভায় ইসলামি ফাউন্ডেশন, স্কাউটস, বিএনসিসি, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24