সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা প্রশাসন এর আয়োজনে ৯-১২ চারদিক ব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষনের সমাপনীতে মাদারীপুর সদর, রাজৈর ও শিবচর উপজেলার ২৯ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে আজ ১২/৩/২০২৫ ইং তারিখ বিকাল আনু: ৪.০০ ঘটিকার সময় প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অত্র প্রশিক্ষণের কোর্স পরিচালক মোছা: ইয়াসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও অত্র প্রশিক্ষনের কোর্স সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুল আলম।উক্ত ৪ দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও বিধিমালা নিয়ে এবং গ্রাম আদালতের ডকুমেন্টেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের হাতে-কলমে গ্রাম আদালতের নথি রেজিস্টার লেখা কি ভাবে নথিপত্র সংরক্ষণ করা হয় তা হাতে কলমে শেখানো হয়।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর / ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ আইন বিধিমালা ও গ্রাম আদালতের ডকুমেন্টেশনের উপর দক্ষতা অর্জন করেন যাতে তারা পেশকার হিসাবে গ্রাম আদালতের নথিপত্র লেখা ও সংরক্ষণ করতে পারে। উক্ত প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান।আরও উপস্হিত ছিলেন ২৯ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর /ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ।
Leave a Reply