রাজবাড়ী প্রতিনিধিঃ
যদি হই রক্ত দাতা,জয় করবো মানবতা,এই স্লোগানকে সামনে রেখে মানবতা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি প্রি ক্যাডেট স্কুলে ১৫০ শিক্ষার্থীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় করে সংগঠনটি।
এ কার্যক্রমের সময় বেলগাছি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনাস, স্কুল কতৃপক্ষ হিরন মোল্লা,হাফিজুর রহমানসহ সংগঠনের সাধারণ সম্পাদক তাজবিয়ান লাবনী,যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ রাব্বিমডারেটর আবু দাউদ, রাজ আহম্মেদ সদস্য, আব্দুল্লাহ,রাব্বি, আওয়াল,সৈকত,রনি,সুমাইয়া,রুহিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান মাহাফুজ বলেন আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ১০ টার ও বেশি ফ্রী ব্লাড গুরুপ ক্যাম্পেইন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক মানবিক কাজ আসছে। স্কুল পরিক্ষাথীর ফরম ফিলাপ,মাদ্রাসার ছাএদের কোরআন শরিফ বিতরণ, অসহায় দুস্থ মানুষের পাশে দারানো বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছি। সবার দোয়া ও সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।
Leave a Reply