রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার সর্ববৃহৎ জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ী সার্কেল এর প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ শামস সোহাগের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক তাইফুর রহমান তুষারের সঞ্চালনায় রাজবাড়ী সার্কেলের প্রধান উপদেষ্টা ও আকবর খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর খান, রাজবাড়ী সদর সার্কেলের পুলিশ পরিদর্শক মোঃ আবু নাঈম, হিলফুল ফুজুল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সবুজ মন্ডল,রাজবাড়ী সার্কেলের আইন উপদেষ্টা এ্যাডঃ মিজানুর রহমান সুজন, ক্রিয়েটিভ এডভাইজার এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক সজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাঈদুজ্জামান সাকিব, সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান, মৌসুমি সাথি প্রমুখ বক্তব্য রাখেন৷ এছাড়া রাজবাড়ী জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক, রাজবাড়ী সার্কেলের এডমিন, এডিটর,সদস্য মহিলা সদস্য সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা ও কালবেলার হেড অব প্রোগ্রাম ইঞ্জিঃ শামস সোহাগ বলেন, দেখতে দেখতে ৬ বছর পার করে ৭ বছরে রাজবাড়ী সার্কেল। রাজবাড়ী সার্কেল এত দূরে পৌঁছেছে আপনাদের সবার সহযোগিতা পেয়ে। তবে বিভিন্ন বাঁধাও এসেছে।আমাদের সাথে রয়েছে একঝাঁক তরুণ ছেলে মেয়ে।সবাই রাজবাড়ী সার্কেলের জন্য দিনরাত পরিশ্রম করে। আমাদের সাথে রয়েছে সাংবাদিক,তাদেরকে অনেক ধন্যবাদ জানায়।
তিনি আরও বলেন, রাজবাড়ীবাসীর জন্য রাজবাড়ী সার্কেল তৈরি করেছে রাজবাড়ী সার্কেল সেবা অ্যপ। যার মাধ্যমে রাজবাড়ী বাসী সকল সেবা পাবে। এজন্য আমাদের সবার সহযোগিতার প্রয়েজন। প্রশাসন আমাদের সহযোগিতা করে যাচ্ছে এজন্য তাদের জানাই ধন্যবাদ।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে দেওয়া হয় উপহার।তারপর কেক কেটে রাজবাড়ী সার্কেলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
Leave a Reply