জাকারিয়া আল ফয়সাল , রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর প্রশংসা পুরো দেশ জুড়ে থাকলেও শহরের কয়েকটি পয়েন্টে চিত্র ভয়াবহ, কারণ রাস্তার দুই ধারে দখলে নিয়েছে যেখানে সেখানে থেমে থাকা বাস।আর এই কারণেই বাড়ছে যানজট এবং সড়ক দুর্ঘটনা।
এই মহানগরীকে যানজটমুক্ত করতে ২০০৪ সালে ৭ কোটি টাকা খরচে নওদাপাড়া এলাকায় ৭.৪১ একর জায়গা নিয়ে আন্ত জেলা বাস টার্মিনালের তৈরি করা হয়। অথচ বছরের পর বছর ধরে এই টার্মিনাল ব্যবহার করা হচ্ছে বাস রাখার গ্যারেজ হিসেবে।এর ফলে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তৈরি হয়েছে ছোট বড় বাস স্ট্যান্ড, আর এতে বাড়ছে যানজট ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে পরিবেশবান্ধব শহরের স্বীকৃতি হারাচ্ছে রাজশাহী।
সাধারণ জনগণ জানান, রাজশাহী রেলগেট থেকে ভদ্রা পর্যন্ত যেতে অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়। এই রাস্তায় ঘটেছে অনেক সড়ক দুর্ঘটনা।
Leave a Reply