ঢাকা বিশেষ প্রতিনিধি
রাজধানীর পল্টন থানা এলাকা থেকে রিভলবারসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. নুরুজ্জামান বিপ্লব (৪৪)। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর, নভেল হাউজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায় থানার একটি টহল টিম এলাকায় নিরাপত্তা টহল পরিচালনা করাকালীন শান্তিনগর নভেল হাউজ এর সামনে পাকা রাস্তার উপস্থিত হলে একজন ব্যক্তিকে দৌঁড়ে আসতে দেখে আশেপাশের লোকজনদের সহযোগিতায় তাকে আটক করেন। তখন জনৈক মাহফুজ মীর নামক এক ব্যক্তি এসে জানায় যে, তার বাবা লেবু মীরকে চাঁদার টাকার জন্য উক্ত আসামি গুরুতর আহত করে ভয় দেখিয়ে পালিয়ে এসেছে। এরূপ তথ্যের ভিত্তিতে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের কোমরের পিছন দিক থেকে একটি ০.৩২ বোরের কালো রঙের রিভলভার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
থানা সূত্রে আরো জানা যায় গ্রেফতারকৃত নুরুজ্জামান পল্টন থানা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে থানা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24