সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ফারুক মুন্সী নামে এক মানবপাচারকারীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গত শনিবার শিবচর উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার রাজ্জাক মুন্সীর ছেলে ফারুক মুন্সী এলাকার বিছান মাতুব্বর, রমজান মোড়ল ও সুমন মিয়াসহ প্রায় ৮/৯ জন যুববকে লিবিয়া দিয়ে ইতালি নেওয়ার কথা বলে তাদের কাছে থেকে প্রথমে ১৫ লাখ টাকা চুক্তি করে তাদের লিবিয়া নেন।
পরে সেখানে তাদের আটকে রেখে বিভিন্নভাবে তাদের কাছে থেকে আরো ১০ থেকে ২০ লাখ টাকা নেন।ভুক্তভোগী পরিবার এই টাকা দিলেও গত দুইবছর যাবত তাদের সন্তানদের কোন খোঁজ পাচ্ছে না।ইতোমধ্যে ফারুকের সাথে ওই
পরিবারগুলো যোগাযোগ করলেও তাদের বিষয় তিনি জানেন না বলে জানান। এছাড়া এবিষয়ে জানতে ফারুক ও তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে ভুক্তভোগী পরিবার লোকজনকে তিনি বিভিন্নভাবে হুমকিও দিয়ে যাচ্ছেন। তাই ভুক্তভোগী পরিবারের পক্ষে এঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানবপাচারকারী ফারুক মুন্সীর বিচার দাবী করেন।
ভুক্তভোগী সুমনের বাবা তফছের উদ্দিন বলেন,ফারুক আমার ছেলেকে ইতালী নেওয়ার কথা বলে প্রথম আমার কাছে থেকে ৫ লাখ টাকা নেয়।এর পর ছয়লাখ টাকা নেয় তার পরে তিন লাখ তার পরে ব্যাংকের মাধ্যমে ৬ লাখ পচিশ হাজার টাকা নেয়।।ছেলে এখন নিখোজ।আমি এর বিচার চাই।
ভুক্তভোগী রমজান মোড়লের বাবা আনোয়ার মোড়ল বলেন,আমার ছেলেকে লিবিয়া দিয়ে ইতালী নেওয়ার কথা বলে প্রথম ৫ লাখ নেয়।পরে সাত লাখ দেইপরে আবার দেই দুই লাখ।এরপর ব্যাংকের মাধ্যমে সাত লাখ ৪০ হাজার দেই। মোট ২১ লাখ ৪০ হাজর দেই।নেওয়ার পরে আমার ছেলে কই আছে কোন যোগাযোগ নেই।ছেলে নিখোজ।সব সাক্ষী আছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রতন শেখ বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি।ভুক্তভোগী পরিবারের পক্ষে কোন অভিযোগ পেল আইনী পদক্ষেপ নেওয়া হবে
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24