মামুন রাফী, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, ‘সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। চাল, ডাল, তেল’সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বেড়েই চলছে। চারদিকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের কথা আরও ২বছর আগেই বলেছেন। আমরা মনে করি অতি শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।’
সোমবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে দেশ বিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, ২০২৪ এর স্বৈরাচার মুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম-খুন, হামলা-মামলা নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো (শেখ মুজিব) বাকশাল কায়েম করতে চেয়েছিলো। কিন্তু বাংলার আপামর মানুষ সুসংগঠিত হয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তা নসাৎ করে দিয়েছে।
তিনি আরও বলেন, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন হাতিয়ার রাজনীতি ব্যক্তি রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। আমাদের রাজনীতি হবে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেক রহমানের রাজনীতি। এর বাইরে কোন রাজনীতি বা গ্রুপিং চলবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই তার জন্য একসাথে কাজ করে যাবো। এটি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু এখানে সাধারণ মানুষের জনদুর্ভোগের শেষ নেই। যাতায়াতের জন্য ভালো কোন ব্যবস্থা নেই। মানুষের ম্যান্ডেড নিয়ে বিএনপি সরকার গঠন করলে হাতিয়া হবে একটি পর্যটন এলাকা। এখানে জলপথ এবং স্থলপথের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। এছাড়া যেসব এলাকায় নদী ভাঙন রয়েছে সেখানে বেড়িবাঁধ করা হবে। বাণিজ্যিক উন্নয়নের জন্য একটি নৌ-বন্দর, সু-চিকিৎসার জন্য উন্নতমানের হাসপাতাল নির্মাণ করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, সাবেক আহবায়ক শওকত হোসেন সাখাওয়াত, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক ভিপি সাজ্জাদ, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ নিশান’সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24