সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি খেলার মাঠে জমকালো এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন,রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি,পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জোতি।ধোপাকান্দি পুর্বপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার।খেলা পরিচালনা কমিটির সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদুল ইসলামের সভাপতিত্বে খেলা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা,বিএনপি নেতা জহুরুল ইসলাম,শাহরিয়ার মামুন রাজু,রঞ্জু আহমেদ মুনসী,হাজী রেজাউল করিম, মামুন,ইউনুস তালুকদার, জাকিরুলসহ অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন,উল্লাপাড়ার বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুজ্জামান (কাকন)।ধারা বিবরণীতে ছিলেন,বগুড়ার সুপরিচিত ধারাভাষ্যকর মজনু।
উক্ত ফাইনাল খেলায় যে ২ টি দল অংশ গ্রহন করেন,ভাই ভাই এন্টার প্রাইজ,শাহার পুকুর (বগুড়া) বনাম আয়াত আয়েশা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল)।খেলায় ৩-০ গোলে বগুড়া দল জয়লাভ করেন। প্রথম পুরস্কার একটি ১২৫ সিসি মোটর সাইকেল এবং রানার্স আপ (টাঙ্গাইল দল) পুরষ্কার হিসেবে ১০০ সিসি মোটর সাইকেলের চাবি সম্মানিত অতিথিগণ টিম লিডারদের হাতে তুলে দেন।এ সময় বিএনপি,যুবদল, ছাত্রদল,কৃষকদল, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ হাজার হাজার ক্রীড়ামোদি দর্শক দ্বারা খেলার মাঠ কানায় কানায় ভরপুর ছিল।খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, বিএনপি নেতা রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন, আব্দুল মতিন সওদাগর।
Leave a Reply