নোয়াখালী প্রতিনিধি:সাইফুল ইসলাম
নোয়াখালীর কবিরহাটে সারাদেশে শিশু ধ*র্ষণ ও নারী নির্যাতন বিচারের দাবিতে মানববন্ধন করেছে কবিরহাটের সর্বস্তরের ছাত্র জনতা। ১৩ই মার্চ সকাল ১২ঘটিকায় কবিরহাট জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, কবিরহাট আইডিয়াল হাই স্কুলের ছাত্র-ছাত্রী, কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা ছাত্র-ছাত্রী স্থানীয় একলাবাসী বাজার ব্যবসায়ী। মানববন্ধনে উপস্থিত থাকা সকলের দাবী ধর্ষণকারীকে ফাঁসির দাবি ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে উপস্থিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু,উপজেলা জামায়াতের সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার যুগ্ম আহবায়ক রকিবুল ইসলাম রাকিব, ইমরান হোসেন, যুগ্ম সদস্য সচিব রেহান উদ্দিন অঞ্জন, মুখ্য সংগঠক জীবন উদ্দিন, সদস্য রাকিব,উপজেলা প্রতিনিধি জহির আহমেদ সাইফুল ইসলাম নিশাত, আবির, ইব্রাহিম, সহ আরো অনেকে।
বক্তব্যে ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাত বলেন বাঙলার জমিনে কোন ধর্ষককে ঠায় দেয়া হবে না।আমরা অন্যায় কারীকে ও যে অন্যায় করবে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
Leave a Reply